শিরোনাম :

দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু



এনামুল কবির মুন্না

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকালে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু সানিয়া আক্তার(৮) ওই গ্রামের মোস্তফার মেয়ে। ও আলিমা আক্তার (৫) সুরুজ আলীর মেয়ে। জানা গেছে, সোমবার বিকালে পাঁন্ডারখাল(মরা সুরমা) সংলগ্ন খেলতে যায় দুই শিশু। এ সময় খালে ধারে দৌড়াদৌড়ি করার সময় প্রথমে একজন পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে অন্যজনও পড়ে যায়। সন্ধ্যার দিকে শিশু দুটির হাত পুকুরে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় দোহালিয়া উপ-স্বাস্হ্য কেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন,খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents