শিরোনাম :

দোয়ারাবাজার থানা পুলিশের হাতে ভারতীয় মহিষসহ আটক ১



এনামুল কবির মুন্নাঃ 
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ শনিবার (১১ ডিসেম্বর)  সকালে উপজেলার ০২ নং নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর মনির মিয়ার বাড়ি থেকে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়া আসা ১৮টি মহিষ আটক করেছে। দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে বিচ্ছিন্ন ভাবে ভারত থেকে আসা গরু-মহিষ আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ সূত্র যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বীরেন্দ্রনগর গ্রামের মৃত রুশন আলীর ছেলে মনির মিয়ার বাড়ি থেকে ১৮ টি মহিষসহ মনির মিয়াকে আটক করা হয়। এবিষয়ে ২ জন পলাতক আসামীসহ তিন জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে পলাতক আসামি হলেন আজিজ মিয়া তার ছেলে ফয়সাল মিয়া।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর বলেন ১৮টি ভারতীয় মহিষসহ ১ জনকে আটক করা হয়েছে ২ জন চোরাকারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তবে পলাতক আসামির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents