শিরোনাম :

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে বিদেশি মদসহ আটক ১



এনামুল কবির মুন্নাঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


মঙ্গলবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের বিদেশি মদসহ তোফায়েল আহমেদ (২১) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুপ্রাংশু দে দিলু সঙ্গীয় ফোর্সসহ (৭ ডিসেম্বর ) মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বীরেন্দ্রনগর গ্রামের বিদেশি পাচঁ বোতল মদসহ তোফায়েল আহমেদকে আটক করে পুলিশ। আটককৃত মদ হলো ১ বোতল ৭৫০ মিলি Signature, ০২ বোতল১৮০ মিলি Mc Dowells, ও ২ বোতল ৫০০ মিলি KINGFISHER BEER সহ আটক করেন। সে ইউনিয়নে হাবিবনগর গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।



এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর বলেন, অভিযান চালিয়ে বিদেশি ৫ বোতল মদসহ তোফায়েল আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেন। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents