শিরোনাম :

মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী প্রায় ৩ ডজন




স্টাফরিপোর্ট 

সুনামগঞ্জ জেলার নবগঠিত উপজেলার মধ্যনগরের আওতায় নির্বাচন কমিশনের ৫ম ধাপের তফসিল অনুযায়ী,৪ইউপিতে ৫ই জানুয়ারী ২০২২ইউনিয়ন পরিষদ নির্বাচন।মধ্যনগর,চামরদানী,বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ সহ ৪ ইউনিয়ন পরিষদের সমন্বয় মধ্যনগর এখানকার ৪ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রায় ৩ডজন ।আসন্নবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার জানান,আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে মধ্যনগরে সদর ইউনিয়ন পরিষদের ৩জনের জীবন বৃত্তান্ত,চামরদানী ইউনিয়নে ১১ জনের জীবন বৃত্তান্ত,দক্ষিণ  বংশীকুন্ডা ইউনিয়নে ৬জনের জীবন বৃত্তান্ত এবং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে ১২ জন নেতা কর্মীর জীবন বৃত্তান্ত আমাদের হাতে জমা হয়েছে।তিনি আরো জানান আমি নিজেও একজন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রার্থী।মধ্যনগর সদরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী এমন একজনকে নৌকা প্রতীক তুলে দিবেন যেন বিজয় সুনিশ্চিত করতে পারি। প্রতিযোগীতার মাঠে যোগ্য প্রার্থী ছাড়া নৌকার বিজয় সুনিশ্চিত করা যাবে কিনা সন্ধিহান।চামরদানী ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী রুহুল আমীন তালুকদার রব -তিনি বলেন আমারা জন্মগতভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত।আমার দাবী একটাই সুনামগঞ্জ জেলা কমিটি তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনম্রতায় বলতে চাই,এমন প্রার্থীকেই নৌকা তুলে দিন যেন ডুবে না যায়।বিজয় চিনিয়ে আনতে পারে সৎ,যোগ্য ও জন্ম সূত্রে আওয়ামীরক্তে গাথা প্রর্থীকে মনোনীত করুন।মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের হাতে জীবন বৃত্তান্ত তুলে দেওয়া 

৪ইউনিয়নের প্রার্থীদের নাম তুলে ধরা হলোঃমধ্যনগর সদর ইউনিয়নেঃ ১.পরিতোষ সরকার ২.সঞ্জীব তালুকদার টিটু ৩.প্রবীর বিজয় তালুকদার ৪.আব্দুল কাইয়ুম মজনু (সতন্ত্রপ্রার্থী সিভির বাহিরে)।

চামরদানী ইউনিয়নেঃ১.রহুল আমীন তালুকদার(রব) ২.বিদ্যুৎ কান্তি সরকার ৩.প্রভাকর তালুকদার পান্না ৪.আলমগীর খসরু ৫.আনোয়ার হোসেন ৬.মোস্তফা কামাল খোকন ৭.আসাদুজ্জামান রুকন ৮.নরেশ সরকার  ৯.এনামূল হক ও ১০.শাহীন রেজা। 

বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নেঃ ১.আজিম মাহমুদ ২.সুজিত তালুকদার ৩.সাজেদা আহমেদ ৪.আব্দুস সালাম ৫.বিপ্লব বিশ্বাস ও ৬.আজিম উদ্দিন।

বংশিকুন্ডা উত্তর ইউনিয়নেঃ১.আনোয়ার হোসেন ২.দুলাল মিয়া ৩.নুরনবী ৪.বিল্লাল হোসেন ৫.মাজেদা আহম্মেদ শোভা ৬.হিতেন্দ্র রেমা ৭.পলাশ আহমেদ  ৮.আঃসত্তার ৯.আঈনউদ্দীন ১০.প্রদীপ চন্দ্র রায় ১১.নার্গিছ আক্তার ও ১২.আবু বক্কর সিদ্দিকী।

এছাড়াও মাঠে সক্রিয় থাকতে দেখাগেছে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান,সতন্ত্র প্রার্থী রাসেল আহমেদ। উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মোঃজালাল উদ্দিন নৌকার মনোনয়ন চেয়ে এলাকায়  সক্রিয় দেখা গেছে।

উল্লেখ্য ২৮নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে আওয়ামী দলীয় নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীগন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় রাজধানীর দিকে দৌড় ঝাপ শুরু করেছেন

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents