শিরোনাম :

নৌকাসহ ৪০ মেট্রিকটন চুনাপাথর আটক করেছেন এসিল্যান্ড



সাবজল হোসাইন:

 সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৪০ মেট্রিকটন অবৈধ চুনাপাথরসহ ১টি স্টিলবডি নৌকা আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দীন। 


আজ বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নস্থ মন্দিয়াতা পাথার ঘাট সংলগ্ন পাঠলাই নদীর তীর থেকে ৪০ মেট্রিকটন অবৈধ পাথরসহ ১ টি স্টিবডি নৌকা আটক করা হয়।


স্থানীয়রা জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের মৃত লিবাস আলীর ছেলে নুরুল হক (৩৭) দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্তের ওপার হতে বিনাশুল্কে চুনাপাথর এনে নিজ বাড়ির সামনে পাঠলাই নদীর তীরে মজুত করে রাখে। 

সেই মজুতকৃত চুনাপাথর লালপুরে পাচার করার উদ্দেশ্যে নৌকালোড করা হচ্ছে এমন বার্তা তাহিরপুর উপজেলা প্রশাসনের কাছে গেলে তাত্ক্ষণিক তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দীন ঘটনাস্থলে পৌঁছে ওই ৪০ মেট্রিকটন চুনাপাথর ও ২ হাজার ঘনফুটের একটি স্টিলবডি নৌকা আটক করেন।

এবিষয়ে চোরাচালানি নুরুল হক মুঠোফোনে জানান, তার পাথরগুলো বৈধ তবে কিছু পাথর শ্রমিকদের কাছ থেকে ক্রয় করে একত্রে রাখা হয়েছিল। তিনি আরো জানান, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানেন তার পাথরগুলো বৈধ। 

এবিষয়ে বাগলী কয়লা ও চুনাপাথর আমদানি ও রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক ডা: মনিরুজ্জামান মনির জানান, ওই পাথরগুলো বৈধ না অবৈধ তা আমি জানি না, বৈধতার সঠিক কোনো কাগজ পত্র এখনো পাইনি।


সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দীন জানান, সারাদিন অপেক্ষা করেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।

তিনি আরো জানান, আটককৃত চুনাপাথর ও নৌকার বাজার মূল্য ধরে জরিমানা করা হবে অন্যথায় চোরাচালানি মামলা দিয়ে মালামাল জব্দ তালিকায় তোলা হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents