শিরোনাম :

মধ্যনগরে স্বাস্থ্য বিধির বালাই নেই চলছে টিকা দান



ধর্মপাশা প্রতিনিধিঃ

স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ও মধ্যনগর ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই  না মেনে করোনার টিকা প্রদান করায় টিকা নিতে আসা শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে পড়ছে।বুধবার সকাল থেকে মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উত্তর পাশে একটি ভবনে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এক সঙ্গে জড়ো হওয়ায় প্রচন্ড ভীড় তৈরি হয়। সেই ভীড়ে শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং টিকাদান কক্ষে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি করে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে মধ্যনগর থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ এগিয়ে আসে। 

এদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে মাথা ঘুরে পড়ে যায় সুমাইয়া আক্তার নামের এক ছাত্রী।মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম পরিচালনয় পুলিশ কাজ করে যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.এমরান হোসেন মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents