শিরোনাম :

মধ্যনগরে ৩ বিদ্রোহী ও ১ নৌকার প্রার্থীর বিজয়



ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে ৪ প্রার্থী।মধ্যনগর সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সঞ্জীব তালুকদার টিটু বিজয় লাভ করেন,বিপুল ভোটের ব্যাবধানে ঘোড়া প্রতীক নিয়ে।চামরদানী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলমগীর খসরু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে।বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী রাসেল আহমেদ বিজয় লাভ করেন চশমা প্রতীকে। ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে সতন্ত্র লড়াইয়ে  মোঃনুর নবী তালুকদার  বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে।এদিকে আওয়ামীলীগের মনোনীত 

উত্তর বংশীকুন্ডায় আনোয়ার হোসেন,দক্ষিণ বংশীকুন্ডায় আজিম মাহমুদ, ও মধ্যনগর সদর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার দেবল  নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents