শিরোনাম :

দর্শনায় সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের জম- আহাম্মেদ আলী বিশ্বাস



মোঃ তহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা


দর্শনা থানার সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন আহম্মেদ আলী বিশ্বাস। তিনি এ থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সর্বক্ষেত্রে। চিহ্নিত তালিকাভুক্ত মাদক বিক্রেতা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের ক্ষেত্রে তিনি সফলতার পরিচয় দিয়ে আসছেন।

সেকেন্ড অফিসার হিসেবে আহাম্মেদ আলী বিশ্বাস প্রতিটি অপারেশনে অধীনস্থ কর্মকর্তাদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছে। বড় বড় অপারেশনে তিনি নিজেই যোগদান করে থাকেন বলে বিভিন্ন সুত্র থেকে জানাগেছ। আহাম্মেদ আলী বিশ্বাস যখন খুলনা থানার R A B এর দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে। একজন বিচক্ষন অফিসার হিসাবে ওই সময় আহাম্মেদ আলী বিশ্বাসকে খুলনা থানার বিশেষ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সে সময় তিনি খুলনা থানা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে বিভিন্ন ভাবে কাজ করেছিলেন। খুলনা এলাকার মাদক বিক্রেতা এবং সন্ত্রাসীদের দমনের ব্যাপারে রয়েছে তার বিশেষ অভিজ্ঞতা। সেকেন্ড অফিসার হিসেবে দর্শনাতে যোগদানের পর থেকে তিনি তার সেই খুলনা থানার R A B এর অভিজ্ঞতাকে কাজে লাগাতে শুরু করেন। দর্শনা থানা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে ইতোমধ্যে আহমেদ আলী বিশ্বাস অনেকাংশে সফল হয়েছেন।

এদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এ এইচ এম লুৎফুল কবীর, আহাম্মেদ আলী বিশ্বাস এর মতো একজন বিচক্ষণ পুলিশ কর্মকর্তাকে নিজের অধীনে পেয়ে মাদক সন্ত্রাস নির্মূলে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সক্ষম হয়েছেন। এক কথায় বলতে গেলে আহাম্মেদ আলী বিশ্বাসর মতো একজন অফিসার পাওয়ার পর এ এইচ এম লুৎফুল কবীর এর কার্যক্রমগুলো সহজ হয়ে গেছে।

দর্শনা থানা এলাকার সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের জম হিসেবে আহাম্মেদ আলী বিশ্বাস পরিচিত। তিনি থানায় যোগদান করার পর সর্বক্ষেত্রে সফলতার পরিচয় দিয়ে আসছেন

বর্তমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসী এবং মাদক বিক্রেতারা যাতে এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সেদিকে আহাম্মেদ আলী বিশ্বাসের রয়েছে বিশেষ দৃষ্টি।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents