শিরোনাম :

মধ্যনগরে পানি দিয়ে সহায়তা করছেন এক জনসেবী



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদরে শুকনো মৌসুমে নিরাপদ পানির অভাব পূরণে প্রায় ৩মাস ধরে নিঃস্বার্থভাবে পানি দিয়ে সহায়তা করছেন এক জনসেবা দানী ব্যাক্তি।মধ্যনগরে দুই বছর যাবৎ শুকনো মৌসুমে গভীর নলকূপের পানির স্তর নিচে চলে যাওয়ার কারনে কোন টিউবওয়েলেই পানি আসে না।প্রতিদিন সকাল সন্ধ্যায় পানি নিতে ভির জমান অসংখ্য নারীপুরুষ।এমন চিত্রের দেখা মিলে মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন,পল্লী চিকিৎসক হাজ্বী গোলাম মোস্তফা নামক এক জনসেবাদান কারী ব্যাক্তির ব্যাবসায়ী প্রতিষ্ঠানের পেছনে।এমতাবস্থায় ভুক্তভোগীদেরর নিরাপদ পানির চাহিদা মিটাতে উপজেলা প্রশাসনের মেঘাপ্রকল্পের কাজ চলমান রয়েছে।পানি দানে সহায়তাকারী গোলাম মোস্তফা তিনির সাথে কথা বললে জানা যায় যেহেতু পানি করো তৈরী নয়,এটা আল্লাহর দান তাই পানির অপর নাম জীবন।আমার এখান থেকে নিয়ে করো  উপকারে আসলে সেটা আমার জন্য অত্যান্ত আনন্দের। যতদিন প্রয়োজন পানি নিতে আমার কোন আপত্তি নেই।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents