শিরোনাম :

মধ্যনগরে বিদ্যুৎ লাইনে গাছ ঝুলন্ত, ঝুঁকিতে রয়েছে রামদীঘা গ্রামবাসী



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্রামে সম্প্রতি ১০এপ্রিল রাতের কালবৈশাখী ঝড়ে একটি কদম গাছ ভেঙ্গে বিদ্যুৎ এর ভায়া লাইনে ঝুলন্ত রয়েছে।যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা।এমতাবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন ভোক্তভোগী গ্রাহকরা।মধ্যনগর অভিযোগ কেন্দ্রের কর্মরত কর্মীর সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি,ঐ দিকের মেইন লাইটিতে বিদ্যুৎ বন্ধ রয়েছে।মেইন লাইন চালু হলে এগুলো যথা সম্ভব দ্রুত সাড়ানো হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents