ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণকরা মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৩ এপ্রিল) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণকরা মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের অভিন্ন সুবিধা অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলায় সমগ্র অঞ্চলকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরদিন গত সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
Commentbox