শিরোনাম :

মধ্যনগরে মাদক সম্রাট-কয়েল ইন্ডিয়ান বিয়ার সহ আটক



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের কুখ্যাত মাদক সম্রাট আজিজুল ইসলাম কয়েল-(৩১) ইন্ডিয়ান বিয়ার মদ সহ আটক।আটককৃত আসমী চামরদানী  গ্রামের মৃত আঃ নুর মোড়ল এর ছেলে সে।

১৬এপ্রিল শনিবার দুপুরে চামরদানীস্থ চিমনী ব্রীজ সংলগ্ন পুর্বপার্শ্ব থেকে মধ্যনগর থানা পুলিশের অনুসন্ধানী দল একাধিক মাদক মামলার আসামী কে পুনরায় ৮পিছ ইন্ডিয়ান বিয়ার ক্যানমদ সহ গ্রেফতার সক্ষম হয়। 

এস আই ক্বাজী আব্দুল মারেক প্রতিনিধিকে জানান কয়েল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পক্রিয়ায় মাদক ব্যাবসা করে আসছে।এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে  ইয়াবা,মদ,গাজা সহ চোরা চালানে যুক্ত সে।তার বিরুদ্ধে একধিক অভিযোগ রয়েছে।শনিবার দুপুরে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারে সক্ষম হয়েছি।তার নামে মধ্যনগর থানায় এ ৪টি মামলা হয়েছে সব গুলোই মাদক মামলা।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents