শিরোনাম :

ঝিনাইদহ জেলা জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে



শেখ শোভন আহমেদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা জাসদের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪-০৪-২০২২বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কামিটির সদস্য জাহিদুল আলম।এছাড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, সহ-সভাপতি শরাফত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, দপ্তর সম্পাদক শাহানুর আলম, মহেশপুর উপজেলা জাসদের সভাপতি আব্দুল জলিল, সদর উপজেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, যুবজোট নেতা আশানুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বিদুৎ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তর মীর পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, খাদ্যদ্রব্যসহ সকল নিত্য পণ্যের দাম কমাতে হবে। ধর্মীয় উস্কানিদাতাদের গ্রেপ্তারসহ কঠোর হস্তে দমন করতে হবে। রাষ্ট্রের সকল পর্যায়ের ঘুষ, দুর্নীতি, লুটপাট, দলবাজী, স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে সুশ্সান কায়েমের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents