শিরোনাম :

বৈরী আবহাওয়ায় কৃষকের দূভোগ



মধ্যনগর প্রতিনিধিঃ

হঠাৎ করে চলে আসা পানি এবং  বৈরী আবহাওয়ায় কৃষক পরেছে  বিপদে। নষ্ট হচ্ছে কৃষকের শত শত মন ধান। একাধিক  কৃষকের সাথে কথা বলে জানা গেছে যে হঠাৎ করে পানি চলে আসায় এবং বৈরী আবহাওয়ায় ধান শুকাতে পারেনি তাই নষ্ট হচ্ছে ধান। ধানের পাশাপাশি খড়কুটোর জন্যও চিন্তা কৃষকের। মধ্যনগর উপজেলার গলহা গ্রামের এক কৃষক জানিয়েছেন বিগত ১৫ দিন যাবত টানা বৃষ্টি সৃষ্টি করেছে কৃষকের দূভোগ।

বৃষ্টির কারণে ধানের পাশাপাশি খড় ও শুকাতে পারেনি কৃষক।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents