শিরোনাম :

সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৪৫০টি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ



সুনামগঞ্জ প্রতিনিধি

 গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী ৪৫০টি অসহায়  বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দরা।  


শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। 


এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, আওয়ামীলীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অরিন্দম মৈত্র অমিয়, শামসুল আবেদিন রাজন প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,চিড়া,মুড়ি,ঔষধ, মোমবাতি, দিয়াশলাই সহ শুকনো খাবার। 


জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, প্রকৃতির সাথে লড়াই করে হাওরের জেলা সুনামগঞ্জের মানুষ জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। আগাম বন্যায় অনেকের বোরো ফসল নষ্ট হয়েছে,তাছাড়া পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের যে কোন র্দূযোগে  পাশে থেকে ত্রান সহায়তা করে আসছেন বলে ও তিনি জানান। ##


কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২০.০৫.২০২২

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents