শিরোনাম :

ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেদৌসুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents