শিরোনাম :

জগন্নাথপুরে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ছেলে গ্রেফতার



স্টাফ রিপোর্টার


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। জানা যায় গত ৭ জুন রাত ২.৫ ঘটিকার কাছাকাছি সময়ে ঐ ব্যাক্তি তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। নিহতের পরিবার সূত্র জানায়- গভীর রাতে  চার পাঁচ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে রাত অন্ধকার থাকায় তাদের কারো মুখাবয়ব শনাক্ত করা যায়নি। নিহত ঐ ব্যাক্তির নাম মোঃ সুরুজ আলী (৭১) তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জগন্নাথপুর থানা সেকেন্ড অফিসার এস আই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান- জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন- নিহতের আপন ভাই মক্তাছির আলী, ছেলে সুজাত মিয়া, সুজন মিয়া, ও প্রতিবেশী জাকারিয়া। পরে জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দিয়ে ছেলে সুজাত মিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents