শিরোনাম :

নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ মাতালেন আভাসের তানজির তুহিন



শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টারঃ 

দিনাজপুরে নবীনবরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা 

অনুষ্ঠানে মঞ্চ মাতালেন আভাসের তানজির তুহিন।

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড দল আভাসের প্রধান কণ্ঠশিল্পী তানজির তুহিনের গানে ও শ্রোতা-দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন।


বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজের নবীনবরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলেন আভাস দলের লিড গিটারিস্ট- অন্তু দাশ, বাস- শেখ মুজিবুর আলী রাজু, অ্যাকুস্টিক গিটার- নাঈম মোর্শেদ, নাটক- রাজিব এমাম রিংকু, কিবোর্ডিস্ট- আরাফাত শাওন। এ সময় তানজির তুহিনের কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে ওঠেন দর্শক-শ্রোতারাও। 


এর আগে দিনাজপুর সরকারি কলেজের নবীনবরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


 দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, কলেজের উধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান একেএম আল আব্দুল্লাহ। ##

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents