শিরোনাম :

নাটোরের বড়াইগ্রামে পুকুর খননের ফলে আরেকটি তাজা প্রান চলে গেলো!



মোছাঃ তাওহীদা ইসলাম তন্নী, নাটোর জেলা প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রামে মৌখাড়া পৌর এলাকায় সোরাব এর পুকুর খনন করার ভেকু  দেখতে গেলে ৭ বছরের বাচ্চা  জমে থাকা পানিতে পড়ে মৃত্যু হয়। 

এ বিষয়ে পৌর মেয়র মাজেদুল বারী নয়ন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনা জানি এবং শোক প্রকাশ করে বলেন বড়াই গ্রামে সকল ধরনের অবৈধ পুকুর খনন বন্ধ করার জোর দাবি জানায় !

শিশু বাচ্চার নাম জোবায়ের বয়স (৭) পিতা মনিরুল গ্রাম মৌখড়া বাজার পাড়া নাজির পুর রোড।

বাচ্চার বাবা মনিরুল ইসলাম সাংবাদিক দের বলেন পুকুর খনন ভেকু দেখতে গিয়েই আমার ছেলে মারা যায়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents