শিরোনাম :

জগন্নাথপুরে আগুন পোহাতে গিয়ে দ*গ্ধ বৃদ্ধা: ৫ দিন পর মৃ*ত্যু!



জগন্নাথপুর প্রতিনিধিঃ

প্রচন্ড শীতের তীব্রতা থেকে শরীর গরম করতে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা এশা বিবি (৭৫)। অসাবধানতাবশত হঠাৎ শরীরের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন। ৫দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেলেন।ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে। ওই বৃদ্ধা গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে শীতের জন্য  আগুনের তাপ পোহাতে গিয়ে অসাবধানবসত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তাঁর দেহের বিভিন্ন অংশ পোড়ে যায়। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, আজ শনিবার সিলেট কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents