শিরোনাম :

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

 



মোছাঃ নাছিমা আক্তার তমা, গাজীপুর থেকে:



২৪ জানুয়ারি দুপুরে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা প্রেসক্লাবে উদ্যোগে ভোগড়া চৌধুরী বাড়ী কার্যালয়ে,গরীব ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানার সভাপতি এম. কাজল খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসন থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সোবহান,গাজীপুর মহানগর প্রেসক্লাবের  সভাপতি এম. আমজাদ খান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরী, গাজীপুর কাঁচা মাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার,বাসান থানা মৎসজীবী লীগের সভাপতি মোঃ সুলতান মন্ডল, সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি নাছিমা আক্তার রেনু, সাংবাদিক এস এম জাহিদ হোসাইন, মোছাঃ নাছিমা আক্তার তমা , মুন্নী আক্তার, কাজী রোকেয়া কেয়া, নাসিমা আক্তার তমা,  শিমলা আক্তার হলেনা, শাহনাজ পাটোয়ারী, মুক্তা বেগম,  বিলকিস আক্তার, প্রমুখ।  পরিশেষে শতাধিক অসহায় দুস্থদের  মাঝে কম্বল বিতরণ করা হয়।  বিশেষ অতিথি বক্তব্যে  এম আমজাদ খান বলেন - গাজীপুর মহানগরের বাসন  মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে  গরীবদের মাঝে এই  সামান্য  উপহার দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আশা করি কাজল খানের এই  কার্যক্রম দেখে   অন্যান  সংগঠন উৎসাহিত হবেন,  এবং গরীব অসহায় দুস্থদের মাঝে  শীত বস্ত্র বিতরনে  উৎসাহিত হবেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents