শিরোনাম :

কাশিমপুর কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

 





মোঃ নুর নবী, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এ, সামসু মিয়া নামে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সামসু মিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামসু মিয়া ২০০৩ সালের কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার আমিরুল ইসলাম।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents